বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবনের সর্বক্ষেত্রে সফল একজন মানুষ ছিলেন। শহীদ জিয়া ছিলেন একাধারে স্বাধীনতার ঘোষক, শতাব্দীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক ও একজন সফল রাজনীতিবিদ। স্বাধীনতার প্রেক্ষাপট থেকে শুরু করে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার যে সব ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান চরমভাবে ব্যর্থ হয়েছিলেন সে সব ক্ষেত্রে শহীদ জিয়া ছিলেন সবচেয়ে বেশি সফল একজন মানুষ।
গতকাল বিকাল ৪টায় নগরীর বিপ্লব উদ্যান চত্বরে চট্টগ্রাম–১০ নির্বাচনী এলাকা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও শহীদ জিয়াউর রহমান বীর উত্তম শিক্ষা বৃত্তি–২০২৫ বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান একথা বলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, ৭১ সালে আওয়ামী লীগের রাজনৈতিক ব্যর্থতা ও নেতৃত্ব শূন্যতার কারণে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে দিক নির্দেশনাহীন জাতিকে সঠিক দিক নির্দেশনা দিয়েছিলেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে বসে থাকেননি। তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এই বিপ্লব উদ্যানে মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত স্থান। এখানে বসেই তিনি মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন এবং এখান থেকেই বিদ্রোহ শুরু করেছিলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করে নির্বাচন প্রলম্বিত করা ঠিক হবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং নির্বাচিত সরকারই সর্বক্ষেত্রে সংস্কার সাধন করবে। অতি জরুরি সংস্কার দ্রুত শেষ করে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচন বিলম্বিত হলে পরাজিত শক্তি প্রতিবেশী দেশের সহযোগিতায় নতুন করে ষড়যন্ত্রের বিস্তার ঘটাবে।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদ আহমেদ উল আলম চৌধুরী রাসেলের সভাপতিত্বে ও বিএনপি নেতা তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের পৃষ্টপোষক সাঈদ আল নোমান তূর্য্য। আলোচক ছিলেন সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, মহানগর বিএনপি নেতা কাউন্সিলর শামসুল আলম, এম.এ সবুর, নুরুল আমিন, জসীম উদ্দীন জিয়া, শেখ নুরুল্লাহ বাহার, জেলী চৌধুরী ও স.ম জামাল প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৫৯ জন ছাত্র–ছাত্রীর হাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম শিক্ষা বৃত্তি–২০২৫ নগদ টাকা ও সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান। প্রেস বিজ্ঞপ্তি।