রাজ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও ফরহাদ ভাইস চেয়ারম্যান নির্বাচিত

চিটাগাং ক্লাবের নির্বাচন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ৮:৪৭ পূর্বাহ্ণ

ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে চিটাগাং ক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে শোভন এম শাহাবুদ্দিন (রাজ) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গতকাল রাতে ভোটগ্রহণ চলে। এতে ক্লাবের সর্বমোট ১৯৯৬ ভোটারের মধ্যে ৯৩৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১২টি ভোট বাতিল হয়।

৭৬৩ ভোট পেয়ে মোহাম্মদ সৈয়দুল আনোয়ার (ফরহাদ) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাব্বির চোধুরী পেয়েছেন ১৬৩ ভোট।

নির্বাচনে জেনারেল কমিটির ৯ জন মেম্বার পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে জাবেদ হাসেম নান্নু (৮২৬ ভোট), ডা. ফাহিম হাসান রেজা (৮১০ ভোট), দিলদার আহমেদ (৭৭৯ ভোট), মোহাম্মদ মহিউদ্দীন ( ৭২৫ ভোট), মোহাম্মদ সারওয়ার হাসান (৭১৬ ভোট), মোহাম্মদ কামরুজ্জামান লিটন (৬৯৭ ভোট), অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী (৬৯৩ ভোট), মোহাম্মদ কামরুল ইসলাম (৬৯৩ ভোট), শেখ হাসান জামান (৬৬৯ ভোট)

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাহিদ সুলতান টিপু ( ৬৬৮ ভোট), মাশফিক উল হাসান ( ৪৮৩ ভোট) এবং ওয়ালিউল আবেদীন চৌধুরী শাকিল ( ৪৪০ ভোট) পেলেও নির্বাচিত হননি। প্রসঙ্গত, চিটাগং ক্লাব লিমিটেডের ২০২৪২০২৫ এর কার্যকরী কমিটির ১৪৬তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৫২০২৬ এর কার্যকরী কমিটির নির্বাচন গতকাল বৃহস্পতিবার রাতে সম্পন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধজোটের ভোটেও প্রতীক নিজ দলের, রিট খারিজ
পরবর্তী নিবন্ধ৩২ ঘণ্টা পর গভীর গর্ত থেকে শিশুটিকে উদ্ধার, মৃত ঘোষণা