রাঙ্গুনিয়ায় ৫৪০ জন শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট বিতরণ

জনশুমারি ও গৃহগণনা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১ মে, ২০২৩ at ১০:১৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার ৫৫ প্রতিষ্ঠানের ৫৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মোবাইল ট্যাবলেট বিতরণ করা হয়েছে। উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব ট্যাবলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী। বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার খাইরুল বশর মুন্সি, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মধুলিনা মৌ দত্ত প্রমুখ।

উল্লেখ্য, জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের কাজে ব্যবহৃত এসব ট্যাবলেট সরকারের নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। উপজেলার ৩৯টি মাধ্যমিক ও ১৬টি মাদ্রাসার নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে মেধাক্রমে এসব ট্যাবলেট তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধ‘অত্যাবশ্যক পরিষেবা বিল-২০২৩’ বাতিলের দাবি