রাঙ্গুনিয়ায় ৫৪ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৮ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পাহাড় কাটার দায়ে ৫ হাজার টাকা এবং পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী পৃথক এই অভিযানগুলো পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কোদালা চা বাগানের হরিহর এলাকায় পাহাড় কাটার অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী।

এসময় পাহাড় কাটার দায়ে মো. করিম নামে এক যুবলীগ নেতাকে ৫ হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়।

অন্যদিকে, একইদিন উপজেলার রাণীরহাট বাজারে পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতে অভিযান চালিয়েছেন ইউএনও ইফতেখার ইউনুস।

এসময় চাউলের বস্তায় পাটজাত মোড়ক ব্যবহার না করার দায়ে শাহ আমানত অটো রাইস মিলকে ১৫ হাজার, বার আউলিয়া অটো রাইস মিলকে ১০ হাজার, আল হাসনাইন অটো রাইস মিলকে ১২ হাজার এবং ছাদেক শাহ অটো রাইস মিলকে ১২ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।

পাহাড় কাটা বন্ধে ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটগণ।

পূর্ববর্তী নিবন্ধসাইনবোর্ড বাংলা না লেখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধএক কেজি আইসসহ আটক ১