রাঙ্গুনিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক টেক্সিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাঙ্গুনিয়া থানায় দুজনকে আসামি করে মামলাটি করেন ভুক্তভোগী ওই ছাত্রীর মা।
অভিযুক্তরা হলেন উপজেলার লালানগর ইউনিয়নের আবিদপাড়া গ্রামের মো. ইদ্রিসের ছেলে মো. মোরশেদ (২৫) এবং একই এলাকার নূর মোহাম্মদের ছেলে অটোরিকশা চালক মো. শোয়েব (১৯)। অন্যদিকে ভিকটিম ওই ছাত্রীর বাড়িও একই ইউনিয়নে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
ভুক্তভোগীর মা বলেন, আমার মেয়ে গত রোববার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি তাকে। পরদিন সোমবার মেয়ের বাবা থানায় নিখোঁজ ডায়রি করেন। পরে আমরা জানতে পারি, ওই দিন আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে পথে তারা গতিরোধ করে। পরে তারা সিএনজি চালিত অটোরিকশায় করে অজ্ঞাতস্থানে নিয়ে যায় তাকে। আমার মেয়ে বৃহষ্পতিবার দুপুরে কৌশলে পালিয়ে এসে আমাদেরকে বিষয়টি জানায়।
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক আবু বক্কর ভূইয়া বলেন, মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যজনকেও গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিম পুলিশ হেফাজতে রয়েছে।