জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ‘২৪–এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গত বুধবার উপজেলা শিশুমেলা মডেল স্কুলে আয়োজিত প্রতিযোগিতায় রাঙ্গুনিয়ার বিভিন্ন স্কুলের মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা তাদের কল্পনা ও সৃজনশীলতার মাধ্যমে ২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা ফুটিয়ে তোলেন।
প্রতিযোগিতা ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান, একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, সাইফুল ইসলাম তালুকদার, আব্বাস হোসাইন আফতাব প্রমুখ। তারা শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন এবং বলেন, এই আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ইতিহাসচেতনা ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।