রাঙ্গুনিয়ায় ৮ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে আলহাজ্ব ফকির আহমদ ফাউন্ডেশন। গতকাল শনিবার বিকালে রাঙ্গুনিয়া থানা সদরস্থ একটি কমিউনিটি সেন্টারে হুইল চেয়ারগুলো হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু। বিশেষ অতিথি ছিলেন কৃষকলীগ নেতা মোহাম্মদ হোসেন তালুকদার, এওয়াকের সমন্বয়কারী সমীর বড়ুয়া শিমুল, মোহাম্মদ হাছান, যুবলীগ নেতা মনোয়ার করিম সিকদার, আজিজ হোসেন, মো. শহীদুল্লাহ, মো. মনিরুদ্দৌলা, মো. এহসান প্রমুখ।