রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতা সেকান্দার হোসেন লিটু (৩৩) মারা গেছেন। ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার একটি হাসপাতালে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।
লিটু রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং উপজেলার হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. দানু মিঞার ছেলে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। নিহতের চাচাতো ভাই মঈন উদ্দিন জানান, গত ২৮ জুন রাত পৌনে ৯টার দিকে মোটরসাইকেল চালিয়ে নিশ্চিন্তাপুরে নিজ বাড়ি ফিরছিলেন লিটু। পথে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা জুমপাড়া সাবস্টেশন এলাকায় একটি টমটম থেকে একজন যাত্রী নেমে হঠাৎ তার গাড়ির সামনে পড়ে যায়। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সড়কের পাশের একটি দেয়ালের সাথে ধাক্কা খায়। এতে তিনি মাথায় আঘাত পান। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে নেয়া হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে লাইপ সাপোর্টে রাখা হয়ে। একপর্যায়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আগারগাঁও নিউরোলজি হাসপাতালে নেয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিটু।