রাঙ্গুনিয়ায় সুখবিলাস প্ল্যানটেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস ফিশারিজ এন্ড প্ল্যানটেশনের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় মাঠে গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে বিজয় একাত্তরকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জিলানী পাড়া বেলাল একতা সংঘ। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুখবিলাস ফিশারিজ এন্ড প্ল্যানটেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ। রানা আতিকুল্লাহ ইয়াসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য জাহিদ হাসান তালুকদার, টিটু কুমার বড়ুয়া, হায়দার আলী, মো. ইয়াছিন, মো. সোহেল, সাখাওয়াত হোসেন, তারেক উদ্দিন রানা প্রমুখ। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের মিরাজ। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন প্রান্ত বড়ুয়া। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি বিতরণ করেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধশহীদ শাহজাহান সংঘ ক্রিকেট দলের জার্সি উন্মোচন
পরবর্তী নিবন্ধদুই শতদলের লড়াইয়ে সিনিয়রদের জয়