রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে দিনমজুরের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ২০ জুলাই, ২০২২ at ১২:৪৪ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে মো. এনাম (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আজিম নগর মহিষের বাম এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত এনাম ওই এলাকার আহমদ মিয়ার ছেলে। স্থানীয় ইউপি সদস্য হোসেনুজ্জামান বাচ্চু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে অজ্ঞাতপরিচয়ে বেশ কিছু দুর্বৃত্ত এনামের বাড়িতে হামলা চালায়। তারা এনামকে দেশিয় অস্ত্র দিয়ে মারধর করলে পার্শ্ববর্তী বাড়িতে চলে গিয়ে খাটের নিচে লুকিয়ে পড়েন।

সেখানে গিয়ে সন্ত্রাসীরা তার মাথা ও ঘাড়ে দুটি গুলি করে চলে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

তার সাথে কামাল নামে এক ব্যক্তির বিরোধ ছিল বলে তার পরিবার জানায়। নিহত এনাম একজন দিনমজুর। তার পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবাইদুল ইসলাম জানান, গুলি করে হত্যার ঘটনায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধচবি ছাত্রলীগ সভাপতি রুবেলকে শোকজ কেন্দ্রীয় ছাত্রলীগের
পরবর্তী নিবন্ধখুলশীতে গাছ উপড়ে পড়ে সড়কে যান চলাচলে বিঘ্ন