রাঙ্গুনিয়ায় শেখ রাসেল অ্যাভিয়ারি এন্ড ইকো পার্কের কার্যালয়ে ভাঙচুর করেছে দু্র্বৃত্তরা।
আজ শুক্রবার (৪ জুন) ভোররাতে পার্কের কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করা হয়। ভাঙচুরের শব্দ শুনে নৈশ প্রহরী এগিয়ে গেলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়।
পার্কের সহকারী পরিচালক হাসিবুর রহমান বলেন, “পার্কে বড় ধরনের তাণ্ডব চালানোর চেষ্টা করা হয়েছে। টের পেয়ে পার্কের নৈশ প্রহরী এগিয়ে গেলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়।”
গত ৩১ মে পার্কের জায়গায় অবৈধ বসতি নির্মাণে বাধা দিতে গেলে দখলদার লোকজন পার্কের কর্মীদের ওপর হামলা করে। এতে পার্কের কর্মকর্তা ও বনবিভাগের কর্মীসহ ১৪ জন আহত হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই ঘটনায় জড়িতরা পার্কের কার্যালয় ভাঙচুর ও তাণ্ডব চালানোর চেষ্টা করে বলে ধারণা করা হচ্ছে। ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থল দেখে গেছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, “খবর পেয়ে রাতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় কারা জড়িত তদন্ত করে দেখা হচ্ছে।”