সন্ত্রাস ও মাদকবিরোধী সামাজিক সচেতনতা বাড়াতে রাঙ্গুনিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘শান্তির পথে’ ম্যারাথন দৌড় ২০২৫’। গতকাল শনিবার ‘চলো যাই রাঙ্গুনিয়া’–এর উদ্যোগে এ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। ৭ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। সকাল ৮ টায় রাঙ্গুনিয়ার গোডাউন কর্ণফূলী ব্রিজ এলাকা থেকে দৌড় শুরু হয়ে সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সিঙ্গাপুর মার্কেটে গিয়ে শেষ হয়। দৌড় শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন। ম্যারাথন শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতা অ্যাওয়ার্ড, মেডেল ও সনদ বিতরণ করা হয়। এ ছাড়া ম্যারাথনে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাঙ্গুনিয়া পৌরসভা, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দপ্তরকে সম্মাননা দেওয়া হয়। স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে বিশেষ স্মারক প্রদান করা হয়।











