সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গুনিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে শান্তির পথে ম্যারাথন দৌড়– ২০২৫। ‘চলো যাই রাঙ্গুনিয়া’ এর উদ্যোগে আয়োজিত এই ম্যারাথন দৌড়টি আজ ২৭ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। ৭ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন দৌড়ে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করবেন। সকাল ৮টায় রাঙ্গুনিয়া পৌরসভার গোডাউন ব্রিজ এলাকা থেকে দৌড় শুরু হয়ে সরফভাটার সিঙ্গাপুর মার্কেটে গিয়ে শেষ হবে।
দৌড় শেষে বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি অংশগ্রহণকারীদের সন্ত্রাস বিরোধী সচেতনতা অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হবে।












