রাঙ্গুনিয়ায় বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে একটি পিকআপ ভ্যানসহ ১৫০ ঘনফুট গর্জন কাঠ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। গতকাল সোমবার ভোরে পোমরা বুড়ির দোকান এলাকায় এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, পোমরা ইউনিয়নের শান্তিরহাট বুড়ির দোকান থেকে নগরীর দিকে কাপ্তাই সড়ক হয়ে পাচারকালে পোমরা বন স্টেশন কর্মকর্তা মো. মোতালেব আল মমিনের নেতৃত্বে বনকর্মী ও থানার ওসি এটিএম শিফাতুল মাজদারের সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাঠ ভর্তি পিকআপ ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত কাঠ পোমরা বন স্টেশন অফিস হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে বন মামলা করা হয়েছে।