বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল রাঙ্গুনিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আয়োজনে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে কাপ্তাই সড়কের জুটমিল এলাকায় গাছের চারা রোপণ ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করে এই কর্মসূচি পালন করেন যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ। এ উপলক্ষে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মেহরাজ উদ্দিন শাহীন। পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক দৌলত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উত্তরজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য রবিউল হোসাইন রাশেদ।
বিশেষ অতিথি ছিলেন বখতিয়ার ইসলাম সুমন, ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম, ছাত্রদল ও যুবদল নেতৃবৃন্দের মধ্যে মো. রাজু , মো. আমান, মো. দেলোয়ার হোসেন, মো. আরিফ, আকতার হোসাইন, মোহাম্মদ ইলিয়াস, মো. রাকিব, মোহাম্মদ রিয়াজ, মোহাম্মদ সজীব, মোহাম্মদ শহীদ প্রমুখ।