রাঙ্গুনিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জিল্লু ভান্ডারী হত্যা মামলা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ এপ্রিল, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর জিল্লুর রহমান ভান্ডারীর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল (৩৭) গ্রেপ্তার হয়েছে। গতকাল বুধবার ভোররাতে র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে খাগড়াছড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার কামাল উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড গোদারপাড় এলাকার আমিনুল হক প্রকাশ আজাইম্মার ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, কামাল একসময় চাঁদের গাড়ির হেলপার ছিল। একপর্যায়ে উত্তর রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসীদের সাথে যোগ দিয়ে দুর্র্ধষ হয়ে উঠে। কথায় কথায় মানুষকে গুলি করা, মারধর, চাঁদাবাজীসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে সে। এসব অপরাধে ৬-৭ বার জেলও খেটেছে। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পরোয়ানা, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি, ২টি হত্যাচেষ্টা, চুরিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। এছাড়া কামালের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালি থানা, পার্বত্য জেলা রাঙ্গামাটি কাউখালী থানায় মাদক মামলাসহ একাধিক বন মামলা রয়েছে।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী বলেন, র‌্যাব-৭ তাকে গ্রেপ্তার করে বুধবার বিকালের দিকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপুতিনের দুই মেয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধক্যাম্প ছেড়ে পালাচ্ছে রোহিঙ্গারা