রাঙ্গুনিয়ায় মেম্বার পদে দুই ভাইয়ের ভোটযুদ্ধ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১০:২৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেম্বার পদে আপন দুই ভাই ভোটযুদ্ধে নেমেছেন। ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে তারা প্রার্থী হয়েছেন। এরমধ্যে বড়ভাই আবু আবছার বর্তমান ইউপি মেম্বার এবং ছোটভাই মো. নুরুল আবছার তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। একইপদে একই পরিবারের দুজন সদস্য পদপ্রার্থী হওয়ার বিষয়টি স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, আবু আবছার পর পর দুইবার ইউপি মেম্বার নির্বাচিত হয়েছেন। এবার আবারও প্রার্থী হয়েছেন। তার সাথে প্রার্থী হয়েছেন তার আপন ছোটভাই মো. নুরুল আবছার। আবু আবছারের প্রতীক বৈদ্যুতিক পাখা এবং মো. নুরুল আবছার মোরগ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই পদে আপন দুই ভাই প্রার্থী হওয়ার ব্যাপারে বড় ভাই আবু আবছার বলেন, ‘আমরা একই পরিবারের। তবে ভোটের লড়াইয়ে সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমি প্রার্থী হয়েছি। আমার ভাইও প্রার্থী হয়েছে তার ইচ্ছায়। আমাদের বাইরেও এই ওয়ার্ডে আরও ৩ জন প্রার্থী আছেন। ভোটাররা যাকে উপযুক্ত মনে করবেন তাকে ভোট দেবেন। অন্যরা হলেন, জাহাঙ্গীর আলম (ফুটবল), সাইফুদ্দিন আজম (তালাচাবি), ইকবাল হোসেন (টিউবওয়েল)।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর রাঙ্গুনিয়ার ১৩ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে চেয়ারম্যান পদে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মেম্বার পদে ৩ জন এবং সংরক্ষিত মেম্বার পদে ১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসবাই গেল বউ আনতে, সুযোগ নিল চোরের দল
পরবর্তী নিবন্ধপাহাড়ের ঝিরিতে পড়েছিল হাতিটি