রাঙ্গুনিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের ইয়ুথ এডুকেডেট সোসাইটির (ইয়েস ফ্যামেলি) মেধাবৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ দক্ষিণ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া ও রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। প্রধান বক্তা ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ পরিচালক শাহনেওয়াজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইমাম আজম আবু হানিফা (র🙂 স্কুলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ নুরুল আবছার, আবদুল সবুর, আবদুল সাত্তার, সেকান্দর হোসেন, মো. নজরুল, মো. নাছের, নূর নবী, আবু নাছের, মোহাম্মদ নাজের, শাহীন উদ্দিন আল কাদেরী, নুরুল আবছার আল কাদেরী, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, ইঞ্জিনিয়ার আলী রাসেল, নুরুল আজিম, মুকুন্দ পাল, ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান শাকিল, হেলাল হোসেন, সঞ্জু ঘোষ, মোস্তফা কামাল মাসুদ প্রমুখ। মোহাম্মদ তারেক ও মো. ফরহাদের যৌথ সঞ্চালনায় সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন আমিরুল ইসলাম আরফাত। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।










