রাঙ্গুনিয়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ১১:৫৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় হোছনাবাদ নজরুপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ২য় আসর সম্পন্ন হয়েছে। গত শনিবার স্থানীয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় সোমালিয়া ফুটবল একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রবাসী মিরাজ ফুটবল একাদশ দল। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এটিএম রেজাউল করিম। ট্রফি উন্মোচন করেন মোগলেরহাট ওয়ান ব্যাংক এজেন্ট শাখার পরিচালক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম। এর আগে সকালে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুল আলম। প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমাম চৌধুরী। প্রধান মেহমান ছিলেন প্রবাসী আবু নাছের টিপু। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা জিয়া স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি মির্জা মহিউদ্দিন। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার প্রমুখ। এই টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন কাজ করে যাচ্ছে
পরবর্তী নিবন্ধচবি এ.এফ. রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা