চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মায়ের সামেন অতর্কিত হামলা চালিয়ে গুলি করে মো. মোজাহের (২৮) নামের এক যুবককে হত্যার ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
এই মামলায় গ্রেফতার নিজাম উদ্দিনকে (২৮) দ্ইু দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর তিন রাউন্ড কার্তুজসহ অস্ত্রটি উদ্ধার করা হয়।
গ্রেফতার নিজাম উপজেলার সরফভাটা ইউনিয়নের কাইন্দারকূল এলাকার নুরুল ইসলাম প্রকাশ ছুন্নিয়ার ছেলে। রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) তাকে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, “জিজ্ঞাসাবাদের সময় নিজামের দেওয়া তথ্যমতে বুধবার রাতে সরফভাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।”
নিজাম ২০১৬ সালে সরফভাটায় জোড়া খুনের মামলারও এজাহারভুক্ত আসামি বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার সরফভাটা ইউনিয়নের এজাহার মিয়া ফকিরবাড়ি এলাকায় ১৫/২০ জনের একটি সংজ্ঞবদ্ধ সন্ত্রাসী দল অতর্কিত হামলা চালায়। মোজাহেরের বড় ভাইকে খুঁজতে গিয়ে না পেয়ে প্রথমে তার মায়ের সামনে তাকে গুলি করে সন্ত্রাসীরা। এসময় দোকানে বসে আড্ডারত ৫ গ্রামবাসীকেও এলোপাথাড়ি কুপিয়ে জখম করে তারা। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১০টার দিকে মোজাহের মারা যান।
এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা করেন নিহত মো. মোজাহেরের ভাবি শাকি আকতার।