রাঙ্গুনিয়ায় মায়ের সাথে অভিমান করে ফজল করিম (১৬) নামের এক কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ ও তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।
আজ শুক্রবার (২৫ জুন) সকালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
নিহত ফজল করিম চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড নবগ্রামের মো. খায়রুল বশরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) রাত ১১টার দিকে রাতের খাবার শেষে প্রতিদিনের মতো বসতঘরের পাশে সেনিটারি দোকানে ঘুমাতে যায় ফজল করিম।
পরের দিন সকালে তার মা নাছিমা আক্তার মেয়েকে কোরআন শিখানোর জন্য মাদ্রাসায় নিয়ে যাওয়ার সময় দেখতে পান তার ছেলে দোকানের ভেতর বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ঝুলন্ত অবস্থায় আছে।
পরে তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত ফজল করিম তার পরিবারের দুই ছেলে ও ১ মেয়ের মধ্যে মেঝ সন্তান।
মরদেহটি উদ্ধার করার সময় জানা যায়, নিহত ফজল করিম ভীষণ জেদি ছিল এবং প্রায়ই রাতে বাইরে ঘোরাফেরা করত। এটা নিয়ে ঘটনার আগের দিন তার মা তাকে বকা দেন। মায়ের বকা খেয়েই অভিমান করে ছেলে আত্মহত্যা করতে পারে বলে ধারণা তার পরিবারের।
এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এই ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।”