রাঙ্গুনিয়ায় ভোট কারচুপির অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন ১২ ইউপি সদস্য প্রার্থী। পোমরা, বেতাগী, দক্ষিণ রাজানগর ও শিলক ইউনিয়নের এসব প্রার্থীরা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পৃথকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেন। গতকাল বুধবার স্থানীয় সাংবাদিকদের কাছে তাঁরা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান।
অভিযোগকারীরা হলেন পোমরা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আহমদ কবির, ৪নম্বর ওয়ার্ডের প্রার্থী শফিউল আলম, বেতাগী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের গিয়াস উদ্দিন তালুকদার, জানে আলম, মো. হাছান, মো. আহমদ ছৈয়দ ও মো. সুলতান সাহেদ রকি, মো. শামসুল হক, ৯নম্বর ওয়ার্ডের নজমুল হক, ৭নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নুরুল আজম, শিলক ইউনিয়নের অজয় কুমার বড়ুয়া ও দক্ষিণ রাজানগর ইউনিয়নের শেখ আবদুল্লাহ।
বেতাগী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের প্রার্থী নজমুল হক অভিযোগ করে বলেন, আমার কেন্দ্রে ভোট গণনার পর চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর ব্যালটের গড়মিল দেখা গেছে। অন্য প্রার্থীর তুলনায় আমার ব্যালট বেশি নষ্ট দেখিয়েছে। এখানে ভোটের দিন কারচুপি হয়েছে। আমার নির্বাচনী এজেন্ট বিষয়টি দেখার জন্য বললেও কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কোনো কথা শুনেননি। ভোট আবার গণনা করা প্রয়োজন। আমরা প্রার্থীরা মিলে মামলা করবো।
শিলক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী অজয় কুমার বড়ুয়া বলেন, ভোট গণনার সময় প্রিসাইডিং অফিসার আমার ভোটগুলো ভালভাবে গণনা করেননি। ব্যালট পেপার ভালভাবে যাছাই করে গণনা করলে আমি বিজয়ী হতাম। আমি ব্যালট আবার গণনা করার দাবি জানাচ্ছি। দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের প্রার্থী শেখ আবদুল্লাহ অভিযোগ করে বলেন, নির্বাচনী কর্মকর্তারা ব্যালট গণনার সময় গড়মিল করেছেন। সন্দেহ হচ্ছে কারচুপি হয়েছে। ব্যালট আবার গুনতে হবে। ভোটে কারচুপি নিয়ে মামলা করবো।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পোমরা বেতাগী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. বায়েজীদ আলম বলেন, সবার অভিযোগ পেয়েছি। এখন আমাদের কিছু করণীয় নেই। গেজেট হলে অভিযোগকারী প্রার্থীরা মামলা করতে পারবেন।