রাঙ্গুনিয়ায় মাদরাসা বন্ধ করে দিলেন ইউএনও

দরজা বন্ধ রেখে শিক্ষার্থীদের ক্লাস করতে বাধ্য

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ২৩ জুন, ২০২১ at ৮:০৪ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ইউনুছিয়া আজিজুল উলুম কওমী মাদরাসা খোলা রেখে পাঠদান করায় অভিযান চালিয়ে মাদরাসা বন্ধ করে দিয়েছেন ইউএনও।
এই সময় মাদ্রাসার বিভিন্ন কক্ষে ক্লাসে থাকা শতাধিক শিক্ষার্থীকে মাদরাসা থেকে বাড়ি চলে যেতে নির্দেশ দেন তিনি।
করোনাকালীন সরকারি নির্দেশ অমান্য করায় আজ বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে মাদরাসায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
নাম প্রকাশে অনিচ্ছুক মাদরাসার হাবতুম (পঞ্চম) শ্রেণির এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, তার বাড়ি চট্টগ্রামের অন্য এক উপজেলায়। এক সপ্তাহ আগে তাকে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে আসেন মাদরাসার শিক্ষক। বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে এক রুমে ক্লাস, খাবার খাওয়া ও ঘুমাতে হচ্ছে। এক রুমে ৫০ থেকে ৬০ জন ছেলে রুমে বন্ধ রেখে ক্লাস করতে বাধ্য করা হচ্ছে। অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। চাপের কারণে তারা কাউকে বলতেও পারছে না।

রাঙ্গুনিয়ায় কওমী মাদরাসা খোলা রেখে পাঠদানের খবর পেয়ে অভিযান চালানো হলে ব্যাগ গুছিয়ে চলে যান শিক্ষার্থীরা

খোঁজ নিয়ে জানা যায়, গত ১৫ দিন ধরে টেকনাফ, চকরিয়া, বাঁশখালী, পটিয়া, চন্দনাইশসহ বিভিন্ন উপজেলার শতাধিক শিক্ষার্থীকে ঘর থেকে ডেকে এনে রুম বন্ধ রেখে ক্লাস করতে বাধ্য করছে মাদরাসা কর্তৃপক্ষ।
এ ব্যাপারে বক্তব্য নিতে মাদরাসা প্রধানকে পাওয়া যায়নি। ওই সময় দায়িত্বরত মো. আবদুল্লাহ নামে এক শিক্ষককে মাদরাসা খোলা রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাদ্রাসায় ভর্তি হতে তারা এসেছেন, চলে যাবেন আবার।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “সরকারি নির্দেশনা অমান্য করে মাদরাসা খোলা রেখে ক্লাস নেয়ার কারণে মাদরাসা বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের বাড়ি যেতে বলা হয়। মাদরাসা কর্তৃপক্ষকে সতর্ক করে দেয়া হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলবে তখন মাদরাসা খুলতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় মৃত্যু ৮৫
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ পাচারকারী গ্রেপ্তার