চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। রবিবার দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ঘাটচেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. ফায়সাল (১৭)। তিনি দুর্ঘটনা কবলিত হাইয়েসের হেলপার। বাড়ি উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের খন্ডলিয়াপাড়া এলাকায়।
জানা যায়, উপজেলার উত্তর রাঙ্গুনিয়া রাজারহাট থেকে একটি হাইয়েস চট্টগ্রাম বিমান বন্দরে যাত্রী পৌঁছে দিতে যাত্রা করে। হাইয়েসটি ঘাটচেক এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাইয়েসের হেলপার মো. ফায়সাল ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় আহত হয় হাইয়েসের ৫ যাত্রী। তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের নাম জানা যায়নি।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী বলেন, দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও হাইয়েস উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। নিহত ফয়সালের মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা রুজু করা হয়েছে।