রাঙ্গুনিয়ায় ভোট পুনঃগণনার দাবি ৮ ইউপি সদস্য প্রার্থীর

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১ ডিসেম্বর, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ভোট কারচুপির অভিযোগে পুনরায় গণনার দাবি জানিয়েছে ৮ ইউপি সদস্য প্রার্থী। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে এই অভিযোগ করেন ৮ সদস্য। তারা হলেন পোমরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আহমদ কবির ও একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী শফিউল আলম, বেতাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গিয়াস উদ্দিন তালুকদার, জানে আলম, মো. হাছান, মো. আহমদ ছৈয়দ ও মো. সুলতান। ইউপি সদস্য প্রার্থী আহমদ কবির বলেন, আমার ওয়ার্ডে মোট ভোট কাস্ট হয় ১৫৬৭টি। ভোট গণনার পর সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১২২টি ব্যালট ও সংরক্ষিত নারী সদস্য পদের ৯৩টি ব্যালটের হিসেব মেলেনি। পোমরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. শফিউল আলম বলেন, আমার কেন্দ্রে ১৬৩৭টি ভোট গ্রহণ হয়। এখানে ভোটের দিন কারচুপি হয়। কেন্দ্রের বাইরে পাওয়া যায় ব্যালট পেপার। পোমরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী জানে আলম বলেন, আমার ওয়ার্ডে যাকে বিজয়ী দেখানো হয়েছে ওই কেন্দ্রের দায়িত্বরত এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তা তার আত্মীয়। ভোট গ্রহণ শেষে সব প্রার্থীর এজেন্টকে কিছুক্ষণের জন্য কক্ষ থেকে বের করে পরে ডাকা হয়। বিষয়টি আমাদের সন্দেহ হচ্ছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পোমরা বেতাগী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. বায়েজীদ আলম বলেন, সবার অভিযোগ পেয়েছি। এখন আমাদের কিছু করার নেই। গেজেট হলে অভিযোগকারী প্রার্থীরা মামলা করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগের ২, বিদ্রোহী ১ ও জামায়াতের ১ প্রার্থী জয়ী
পরবর্তী নিবন্ধবিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আরো দুই চেয়ারম্যান