রাঙ্গুনিয়ায় ভূমিধসে ক্ষয়ক্ষতি রোধে সচেতনতামূলক কর্মশালা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৮ মে, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ভূমিধসে ক্ষয়ক্ষতি রোধে জনসচেতনতামূলক কর্মশালা গতকাল রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও বর্ণমালা কমিউনিকেশনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেব প্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী, শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, সাংবদিক জিগারুল ইসলাম জিগার, আব্বাস হোসাইন আফতাব, মাহমুদুল হাসান, পার্থ সিং প্রমুখ। বক্তারা বলেন, নির্বিচারে পাহাড় কাটার ফলে ভূমিধস বাড়ছে। গাছকাটাপাহাড়কাটা বন্ধ করা গেলে ভূমিধস প্রতিরোধ সম্ভব। ভূমিধসের ফলে ক্ষয়ক্ষতি রোধও সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটি শহরের সৌন্দর্য রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
পরবর্তী নিবন্ধবিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবস আজ