রাঙ্গুনিয়ায় বিধিনিষেধ অমান্য করায় ৮ মামলা, জরিমানা আদায়

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ৭:৪৮ অপরাহ্ণ

সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ অমান্য করায় রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৮টি মামলায় ৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (২৫ জুলাই) সকাল থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী এই অভিযান চালান। অভিযানে সহযোগিতা করে রাঙ্গুনিয়া থানা পুলিশ।

তিনি বলেন, “কঠোর লকডাউনে বিধিনিষেধ কার্যকরে উপজেলার মরিয়মনগর, দোভাষীবাজার, রোয়াজারহাট ও লিচুবাগান এলাকায় অভিযান চালানো হয়। এসময় যথাযথ কারণ ব্যতীত রাস্তায় চলাচলরত যানবাহনগুলোকে উল্টো দিকে ঘুরিয়ে দেয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করা হয়। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৮টি মামলায় মোট ৫,২০০ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। জেলা প্রশাসকের বিশেষ নির্দেশনায় এদিন সকাল ৮টা থেকেই চট্টগ্রামের সকল উপজেলায় একযোগে অভিযান চালানো হয়।”

সরকারের নির্দেশনা অনুযায়ী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে বিধিনিষেধের প্রথম দিন থেকেই সড়ককেন্দ্রিক এলাকায় দোকানপাট বন্ধ থাকলেও আশেপাশের বিভিন্ন অলিগলিতে ছিল স্বাভাবিক অবস্থা।

সড়কে যানবাহনের সংখ্যা কম থাকলেও সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচল করেছে। সাধারণ মানুষকেও স্বাস্থ্যবিধি না মেনে ঘোরাফেরা করতে দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধঈদের পর শনাক্ত আবার ১১ হাজার ছাড়াল
পরবর্তী নিবন্ধস্কুল বন্ধ, চলছে ফুটবল