রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৯ জানুয়ারি, ২০২২ at ৩:২৭ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় বিদুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে মরিয়মনগর ইউনিয়নের বালুগোট্টা ছৈয়দ আহমদ সওদাগর বাড়ির প্রবাসী নাজির শাহ’র নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে। তাঁর নাম ইমরান হোসেন (২৭)। তিনি উপজেলার কোদালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর হক হিরু বলেন, প্রবাসী নাজির শাহ’র নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় রাজমিস্ত্রীর কাজ করছিলেন ইমরান হোসেন। একপর্যায়ে পাশ্ববর্তী বৈদ্যুতিক লাইনে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় ইমরান। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরও তিনজন আহত হলেও প্রাথমিক চিকিৎসায় তারা সুস্থ হয়ে ওঠেন।

পূর্ববর্তী নিবন্ধনাফ নদী থেকে ২২ কোটি টাকার আইস উদ্ধার
পরবর্তী নিবন্ধস্কুল-কলেজ বন্ধ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত