বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে রাঙ্গুনিয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি–সাধারণ সম্পাদক, ওয়ার্ড সভাপতি–সাধারণ সম্পাদক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৬ অক্টোবর) বিকালে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোঃ কুতুব উদ্দিন বাহার। উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত ও পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুস সালামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তরজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুস চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি‘র আহবায়ক মাহাবুব সাফা।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আজম খান, নাবব মিয়া চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক, আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, যুগ্ম আহবায়ক মুজিবুল আলম, ওসমান গনি, সদস্য গাজী আইয়ুব, আবু বক্কর মেম্বার, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল শুক্কুর, যুগ্ম আহবায়ক গাজী সাদেক, সদস্য মোঃ হাবিবুর রহমান, মো. জাহাঙ্গীর কমিশনার, ইউনিয়ন বিএনপি‘র আহবায়ক/ সচিব ডাঃ হারুন, ফয়েজ আহম্মদ তালুকদার, মোঃ নাসের উদ্দিন, আবুল হাসেম, ইসমাইল মেম্বার, সোলাইমান কালু, মোঃ আজিজুর রহমান, দিদারুল আলম, জাহাঙ্গীর চৌধুরী, মোকারক হোসেন বান্টু আব্দুল মোতালেব বানু, শহিদুল্লাহ কাইছার দুলু, ডাঃ শায়ের আহম্মদ, শামসুল আলম কোম্পানী, শামসুল আলম কনট্রাকটার, আমিনুল হক বাচা, ফজলুল হক মেম্বার, লিয়াকত আলী মেম্বার, আব্দুল মোনাফ, পৌরসভা ওয়ার্ড সভাপতি/সাধারণ সম্পাদক– মাহাবুব আলম, রফিকুল ইসলাম, মোঃ মুরাদ, আহম্মদ খান, ওমর কইয়ুম। রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহবায়ক সেখান্দর সওদাগর, দক্ষিণ রাঙ্গুনিয়া যুবদলের আহবায়ক শাহজাহান সিকদার, পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ মহসিন, শ্রমিক দলের সভাপতি মোঃ জসিম সাধারণ সম্পাদক আবুল হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নুর তালুকদার মনি, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ মোরশেদ রবিন, রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রদলের আহবায়ক সাইফুদ্দিন তালুকদার, রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ কাইয়ুম প্রমুখ।