রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া গ্রামে দেড় বছরের এক শিশু বালতির পানিতে পড়ে মারা গেছে।
আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। শিশুটির নাম হামিদুর রহমান আয়াত। তার বাবার নাম মোহাম্মদ আবদুল্লাহ ও মায়ের নাম শাহীন আকতার। শিশুটি বাবা-মা’র একমাত্র সন্তান ছিল।
স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন জানান, আজ বৃহস্পতিবার দুপুরের খাবার শেষে আয়াতের মা শিশু আয়াতকে নিয়ে বিছানায় শুতে যান। মায়ের চোখে তন্দ্রা মতো এলে আয়াত বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। সেখানে পানিভর্তি বালতি ধরে দাঁড়াতে গেলে সে উপুড় হয়ে বালতির পানিতে পড়ে যায়। মায়ের তন্দ্রা কেটে যাওয়ার পর আয়াতকে খুঁজতে গিয়ে দেখেন সে বালতির পানিতে উপুর হয়ে পড়ে আছে।তাড়াতাড়ি তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একমাত্র সন্তানকে হারিয়ে মা বার বার মুর্ছা যাচ্ছেন। পাগলের প্রলাপ বকছেন বাবা। আয়াতের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।