রাঙ্গুনিয়ায় প্রাণিসম্পদ দপ্তরে তিনদিনব্যাপী প্রশিক্ষণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৩ অক্টোবর, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরণ প্রকল্পের আওতায় কসাইখানায় সুষ্ঠু এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের উপায় বিষয়ক মাংস ব্যবসায়ীদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ দপ্তর মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতখোর ইউনুস। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফা কামাল। বক্তব্য দেন প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাক্তার মো. হারুন অর রশিদ, ডাক্তার কল্পনা চাকমা। প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে জুনোটিক যক্ষা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ,তড়কা রোগ, জলাতংক, জুনোটিক ব্রুসেলোসিস রোগসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার আমির ভাণ্ডারে ঈদে মিলাদুন্নবী মাহফিল
পরবর্তী নিবন্ধনবীন মেলার ৫৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান