রাঙ্গুনিয়া পেশাজীবী অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে আইনজীবী একাদশ। তারা ডক্টর–ইঞ্জিনিয়ার একাদশকে ৪–১ গোলে পরাজিত করে। গত শুক্রবার বিকালে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাঙ্গুনিয়া থেকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেন,রাঙ্গুনিয়ায় যে ধরনের খেলাই হোক না কেন, আমার একটাই লক্ষ্য জাতীয় দলে রাঙ্গুনিয়ার কোনো সন্তানকে পাঠানো। সেটাই হবে পুরো রাঙ্গুনিয়ার গর্ব। আমি চেষ্টা করছি কীভাবে আমাদের খেলার মাঠগুলো সংস্কার করা যায় এবং ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করা যায়।’ অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী (হিরো)। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রকৌশলী বখতিয়ার হোসেন। পেশাজীবীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মো. মহসিন। বক্তব্য দেন অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী, অ্যাডভোকেট এস ইউ এম নুরুল ইসলাম, প্রকৌশলী আরিফ হাসান চৌধুরী, অ্যাডভোকেট কামাল উদ্দিন এবং ডা. তাশদীদ। প্রীতি ফুটবল ম্যাচ শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী ও অংশগ্রহণকারী দলকে পুরস্কৃত করা হয়।












