রাঙ্গুনিয়ায় পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে দুই বছর বয়সী এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও তিন সদস্য। গতকাল শনিবার বিকালে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিছা গাবতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম নাজমা আক্তার। সে একই ইউনিয়নের খন্ডলিয়া পাড়া এলাকার প্রবাসী দিদার আলমের মেয়ে।
নিহতের মা রোকসানা আকতারের সাথে কথা বলে জানা যায়, তারা রাণীরহাট এলাকার এক স্বজনের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে সিএনজি অটোরিকশা যোগে ফিরছিলেন তারা। ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের পিকআপের সাথে তাদের গাড়িটির মুখোমুখী সংঘর্ষ হয়। পিকআপটি তাদের ছাপা দিয়ে অনেক দূর পর্যন্ত গড়িয়ে নিয়ে গেছে এবং একপর্যায়ে রাণীরহাটের দিকে পালিয়ে গেছে।
এতে গাড়িতে থাকা তার শিশুকন্যা নাজমা, তার মা, ভাইয়ের বউ ও তার মেজ সন্তান (১০) গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক নাজমাকে মৃত ঘোষণা করেন। বাকীরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহের বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, এই বিষয়ে এখন পর্যন্ত কেউ জানাননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।











