রাঙ্গুনিয়ায় নারীর উপর হামলা মামলা দায়ের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৯ জুলাই, ২০২২ at ৯:০০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় এক নারীর উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আদালতে শ্লীলতাহানি ও দণ্ডবিধি আইনে মামলা দায়ের করেছেন ওই নারী। আদালত মামলাটি আমলে নিয়ে ঘটনা তদন্তের নির্দেশ দেন। এডভোকেট সোহেল সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজহার সুত্রে জানা যায়, উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড কাটাখালী এলাকার ফারুক হোসেনের স্ত্রী হালিমা বেগমের সাথে প্রতিবেশী আবদুস সালামের পুত্র ফজল কাদের ও মো. ইদ্রিসের সাথে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জেরে ওই নারী তার পৈত্রিক জায়গায় মাটি ভরাট করতে গেলে তারা দেশীয় অস্ত্র হাতে হামলা চালায়। হামলায় ওই নারী ও তার সন্তান মো. ফাহিম হোসেন (১৫) গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে গত বৃহস্পতিবার মামলা দায়ের করেন হামলার শিকার নারী হালিমা।
তবে অভিযোগ অস্বীকার করেন বিবাদী ফজল কাদের। রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, আদালতে নির্দেশনা কপি হাতে পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে রিপোর্ট পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধরিকশা চালকদের মাঝে নবীন মেলার রেইনকোট বিতরণ
পরবর্তী নিবন্ধবিচারের দাবিতে জুঁই খেলাঘর আসরের মৌন মিছিল