রাঙ্গুনিয়ায় নদী, খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সর্বদলীয় বৈঠক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

কর্ণফুলী ও ইছামতী নদীসহ বিভিন্ন খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং নদী রক্ষায় স্থায়ী সমাধানের দাবিতে রাঙ্গুনিয়ায় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘রাঙ্গুনিয়ার সচেতন ছাত্রজনতা’র উদ্যোগে এই আয়োজন করা হয়।

বৈঠকে বক্তারা বলেন, কর্ণফুলী ও ইছামতী নদী রাঙ্গুনিয়ার জীবনরেখা। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন, পরিবেশের ক্ষতি ও মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে। এই নদী বাঁচানো মানে রাঙ্গুনিয়া বাঁচানো। তাই কর্ণফুলী ও ইছামতী নদী এবং বিভিন্ন খাল রক্ষা, আমাদের দায়িত্ব।

বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান। বক্তব্য দেন রাঙ্গুনিয়া অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর আবু শাকের ভুইয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হাছান মুরাদ, এলডিপির সাধারণ সম্পাদক আহমদ কবির, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি করিম উদ্দিন হাছান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সাহিদুল ইসলাম আরিফ, জাতীয় নাগরিক পার্টির রাঙ্গুনিয়া শাখার সভাপতি আশরাফ গনি চৌধুরী, ইছামতী নদী রক্ষা কমিটির সভাপতি এ বি এস মোরশেদ এবং রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াছ তালুকদার প্রমুখ।

বৈঠকে ছাত্রজনতার চার দফা দাবি ও তার যৌক্তিকতা উপস্থাপন করা হয়। দাবিগুলো হলঅবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও ইজারা বাতিল, নদী রক্ষা কমিটি গঠন, কর্ণফুলী নদীতে নিয়মিত নৌপুলিশের টহল, বেতাগীতে নিরাপত্তা ফাঁড়ি প্রদান।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় জীবনের সকল অর্জনের নেপথ্যে রয়েছে ছাত্রসমাজের অনন্য ভূমিকা
পরবর্তী নিবন্ধনৈতিক শিক্ষাই পারে সত্যিকার মানুষ গড়ে তুলতে : মেয়র