রাঙ্গুনিয়ায় ডাঃ রেজাউল করিমের উদ্যোগে হেলথ সেন্টার উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৭:০৯ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ার দাঁড়িপাল্লার প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিমের উদ্যোগে লালানগর ইউনিয়নে নতুন হেলথ সেন্টারের উদ্বোধন হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চতজ্যা পাড়া রাস্তার মাথায় কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এখান থেকে প্রতি সপ্তাহে দু’দিন বিশেষজ্ঞ চিকিৎসকরা স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন।

উদ্বোধনের পর তিনি দক্ষিণ রাজানগর রাজাভূবন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দেন। ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে পরিচালিত এ ক্যাম্পে প্রায় ২ হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্যে ডাঃ রেজাউল করিম বলেন—“রাঙ্গুনিয়ার মানুষ যেন চিকিৎসার জন্য কষ্ট না পায়— এটাই আমার মূল লক্ষ্য। প্রতিটি ইউনিয়নে ফ্রি হেলথ সেন্টার চালু করা হবে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের দরজায় দরজায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া আমার দায়িত্ব ও প্রতিশ্রুতি। রাঙ্গুনিয়ার স্বাস্থ্যসেবা আজ থেকে নয়, ভবিষ্যতেও আমার নেতৃত্বেই আরও শক্তিশালী হবে ইনশাআল্লাহ।”

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রমিক দলের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার