রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী পরিবর্তন করেছে। পূর্বের ঘোষিত জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অধ্যক্ষ আমিরুজ্জামানের স্থলে ডা. এটিএম রেজাউল করিমের নাম ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার বিকালে রাঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) এর তৃণমূল নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন দলের কেন্দ্রীয় এসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমীন চৌধুরী, পার্কভিউ হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এটিএম রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসানুল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দিন সিকদার, রাঙ্গুনিয়া উপজেলার আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ। সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালক অধ্যাপক ফজলুল করিম।
দায়িত্বশীল সমাবেশ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী ডাক্তার এটিএম রেজাউল করিমকে জয়লাভ করাতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে জানান আগত নেতাকর্মীরা।
জানা যায়, ডা. রেজাউল করিম বর্তমানে পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এবং রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়ায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।