রাঙ্গুনিয়ায় জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি প্রদর্শনী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১১:২৬ পূর্বাহ্ণ

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (মৎস্য অধিদপ্তর অংশ) প্রকল্পের আওতায় ২০২৫২৬ অর্থ বছরে রাঙ্গুনিয়া পৌরসভাস্থ মুরাদনগর গ্রামের চাষি মো.তৈয়ব উদ্দিন খান, মুরাদনগর গ্রুপের পুকুর পাড়ে জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি প্রদর্শনীর (কার্পমিশ্রচাষ) ফলাফল প্রদর্শন হিসেবে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ।

মৎস্য দপ্তরের ফিল্ড এ্যাসিসটেন্ট মো. ওবাইদুল হকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য অফিসার ইমরুল কায়েস, উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবুল কালাম আজাদ, সমাজসেবক জাহাঙ্গীর আলম খোকন, অধ্যাপক ইলিয়াছ খান, মো. তৈয়ব উদ্দিন খান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআনজুমানের প্রতিষ্ঠানের জন্য সিলেবাস ও একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হবে
পরবর্তী নিবন্ধনিজের ব্যানার নিজেই সরালেন রাঙ্গুনিয়ার প্রার্থী ডা. রেজাউল