রাঙ্গুনিয়ায় ৫২তম গ্রীষ্মকালীন স্কুল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার সকালে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আব্দুল কুদ্দুস মানিক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান, স্কুল পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ সাদেক হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইকবাল আহমেদ বেলালসহ উপজেলার প্রতিটি স্কুলের ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে স্কুল মাঠে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় এম এ তাহের উচ্চ বিদ্যালয়, রাঙ্গুনিয়া পাবলিক স্কুলকে টাইব্রেকারে পরাজিত করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় ২২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী এই ক্রীড়া আয়োজনে ফুটবল, কাবাডি, হ্যান্ডবল, সাঁতার ও দাবা প্রতিযোগিতায় উপজেলার ৪৪টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ছাড়াও মজুমদারখীল উচ্চ বিদ্যালয় মাঠে এবং একই ইভেন্টে নারী শিক্ষার্থীরা উপজেলা শিশুমেলা মডেল স্কুল মাঠে অংশগ্রহণ করছে।