রাঙ্গুনিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাজানগর শহীদ স্মৃতি সংঘ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২১ মে, ২০২৩ at ৬:৪৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা রাজানগর আরএবিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। খেলায় রাজানগর শহীদ স্মৃতি সংঘ ও জমির উদ্দিন শাহ ফুটবল ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। খেলার দ্বিতীয়ার্ধে রাজানগর শহীদ স্মৃতি সংঘ পেনাল্টি থেকে ১ গোলে এগিয়ে যায়। তা পরক্ষণেই শোধ করে সমতায় ফেরে জমির উদ্দিন শাহ ফুটবল ক্লাব। ফলে নির্ধারিত সময়ের খেলা ১১ গোলে ড্র হয়। পরে অতিরিক্ত সময়ে এগিয়ে গিয়ে খেলায় জয়লাভ করে রাজানগর শহীদ স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন হয়।

খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সাদেক নূর চৌধুরী টিপু। উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি সদস্য খালেদ মাহমুদ। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জাসেদ মিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপদেষ্টা ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, আহমদ ছৈয়দ তালুকদার, সিরাজ উদ্দিন চৌধুরী, কামাল উদ্দিন চৌধুরী, ইউসুফ চৌধুরী, শাহেদ কামাল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি সাঈদ মাহমুদ রণি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির ক্রীড়া সম্পাদক নঈম উদ্দিন মিজান।

অতিথি ছিলেন সংগঠনটির সিনিয়র সহ সভাপতি ইউছুপ তালুকদার, সহ সভাপতি নজরুল ইসলাম তালুকদার বাবলা, সহ সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার, অর্থ সম্পাদক দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, ধর্মীয় সম্পাদক শাহ আলম, সমাজ কল্যাণ সম্পাদক মোরশেদ আলম, প্রচার সম্পাদক আবুল কালাম, দপ্তর সম্পাদক সাহেদ আলম তালুকদার, সংগঠনের বিচার বিভাগের আহবায়ক হাছান তালুকদার, সদস্য আবু জাফর পারভেজ, আবু তৈয়ব, প্রফেসর বাবুল, জালাল উদ্দীন তালুকদার, তৌহিদুল ইসলাম চৌধুরী, নূর মোহাম্মদ আজাদ, ফজলুল করিম মেম্বার, আব্দুল মান্নান, সেলিম উদ্দিন সানু, ফজল কাদের, এবিএম সাইফুদ্দীন প্রমুখ। পরে চ্যাম্পিয়নস ও রানার্স আপ ট্রফিসহ দুই দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকোয়াবের নেতৃত্বে পুরোনোরাই
পরবর্তী নিবন্ধনেপালের আন্তর্জাতিক তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে চট্টগ্রামের দুই স্বর্ণপদক