রাঙ্গুনিয়ায় গীতা শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৪ জুলাই, ২০২৩ at ৬:৫২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার উত্তর সাবেক রাঙ্গুনিয়া শ্রী শ্রী গীতা শিক্ষা নিকেতনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গীতাপাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্থানীয় রাসবিহারী ধাম প্রাঙ্গণে গত শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১১টার দিকে গীতা জ্ঞানের উপর বিশেষ পরীক্ষা গ্রহণ করা হয়। বীলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৪০টি গীতা শিক্ষা স্কুলের ৪ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিকাশ চন্দ্র কর। উদ্বোধক ছিলেন সমাজসেবক অনিল মজুমদার। প্রধান অতিথি ছিলেন গীতা শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা লিটন মজুমদার।

স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক মিল্টন মজুমদার। শিক্ষক চন্দন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ নুরু উল্লাহ, গীতা শিক্ষা নিকেতনের শিক্ষক প্রেম দাশ, প্রদীপ দে, স্বামী দয়ানাথ ব্রহ্মচারী, রাঙ্গুনিয়া মডেল থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার মজুমদার, স্বনির্ভর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহা, রাঙ্গুনিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল, ইউপি সদস্য রমেন্দ্র লাল দে, টিটু সেন, সুশ্রুত রায় চৌধুরী, কাঞ্চন কান্তি দে, টুপন মজুমদার, পণ্ডিত মিল্টন চক্রবর্তী, শুপংকর দে প্রমুখ। শেষে গীতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধচলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান ও ‘শিল্পশোভন চলচ্চিত্রের’ জন্য প্রত্যাশা
পরবর্তী নিবন্ধআইনজীবী সমিতির তথ্য কর্মকর্তার বাসায় চুরি