রাঙ্গুনিয়ায় গাছের নিচে চাপা পড়ে বিলকিছ আক্তার (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আজিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিলকিছ ওই এলাকার মোহাম্মদ জালালের স্ত্রী।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় প্রবাসী শিফনের স্ত্রী তাদের বসতভিটার গাছ কাটাচ্ছিলেন। সন্ধ্যার দিকে তার নিয়োগকৃত শ্রমিকরা একটি আকাশমনি গাছ কাটছিলেন। এইসময় তাদের পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা বিলকিছ আক্তার পাশের টিউবওয়েলে চাল ধুচ্ছিলেন। একপর্যায়ে গাছটি কাটা শেষ হলে সেটি ঢলে বিলকিছের গায়ের উপর পড়ে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম টুনু বলেন, বিলকিছ টিউবওয়েলে চাল ধোয়ার সময় গাছের নিচে চাপা পড়ে মারা গেছেন। নিহত বিলকিছ অত্যন্ত দরিদ্র। তার স্বামী জালাল পেশায় একজন রিঙা চালক। তাদের সংসারে ১৫, ১০ ও ৬ বছর বয়সী তিন ছেলে সন্তান রয়েছে।










