রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে সাখাওয়াত হোসেন তাহসিন নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২১ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের মধ্য বেতাগী গাগ্গুলাতল গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সাখাওয়াত ওই গ্রামের ওমান প্রবাসী মো. সরওয়ারের ছেলে।
নিহত শিশুর চাচা ইকবাল হোসেন সবুজ জানান, আজ বিকালের দিকে ঘুম থেকে উঠে বাইরে খেলতে বের হয়েছিল শিশু তাহসিন। হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়।
এক পর্যায়ে ঘরের সামনের পুকুরে তাহসিনকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রাউজানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একইদিন রাত ৯টার দিকে নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
তাহসিন তার পরিবারের ১ ভাই ও ১ বোনের মধ্যে একমাত্র ছেলে সন্তান৷
এদিকে, তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শিশু তাহসিনের মৃত্যুতে এলাকা জুড়ে চলছে শোকের মাতম।