রাঙ্গুনিয়ায় কৃষিজমি ও পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ১১:৫১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় কৃষিজমির টপসয়েল ও পাহাড় কাটার অপরাধে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেনাবাহিনীর সহযোগিতায় পৃথক দুটি অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।

গত রোববার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে অভিযান চালিয়ে কৃষিজমির টপসয়েল কাটার অভিযোগে ইউনুস নামের এক ব্যক্তিকে আটক করা হয়। সেনাবাহিনীর ইসলামপুর ক্যাম্পের সদস্যদের সহায়তায় তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ।

এর আগে গত শুক্রবার রাতে উপজেলার রাজানগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে রাতের আঁধারে গোপনে পাহাড় কাটার সময় মো. মানিক নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পাহাড় কাটার সঙ্গে জড়িত থাকার দায়ে তাকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড় ও কৃষিজমি কাটা বন্ধ করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধডায়মন্ড সিমেন্ট লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স
পরবর্তী নিবন্ধজিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেন