রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী হামজু মিয়ার বলী খেলা আগামী ২৫ মে শুক্রবার বিকালে অনুষ্ঠিত হবে। দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদারের উদ্যোগে বণা পুকুর পাড় এলাকার স্থানীয় মাঠে এই খেলার আয়োজন করা হচ্ছে। ১৯৮০ সাল থেকে শুরু হওয়া এই বলী খেলার ৪৩তম এই আয়োজনকে ঘিরে এলাকাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রতিবারের ন্যায় এবারও শুক্রবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত বলী খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে রাঙ্গুনিয়া, কুমিল্লা, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক বলি। একইদিন রাত ৮টা থেকে গ্রাম–বাংলার হারিয়ে যাওয়া আকর্ষণীয় কবি গানের আসর বসবে। এতে প্রখ্যাত শিল্পী নিরঞ্জন সরকার ও সঞ্চয় গান্ধী অংশ নেবেন। যেখানে বাদ্যে অংশগ্রহণ করবেন এশিয়া মহাদেশের বিখ্যাত বাদ্য বাদক বিনয় বাঁশির ছেলে বাবুল বাঁশি। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। সভাপতিত্ব করবেন আহমদ সৈয়দ তালুকদার।
এদিকে হামজু মিয়ার বলি খেলাকে ঘিরে এলাকাজুড়ে চলছে নানা প্রস্তুতি। ইতিমধ্যেই মাঠ প্রস্তুত করা হয়েছে। প্রতিবছর পহেলা বৈশাখের দিন এই আয়োজন করা হলেও এবার রমজান আর বৃষ্টির কারণে কিছুটা বিলম্বে আয়োজন করা হচ্ছে এই খেলা। তারপরও আয়োজনের কোন কমতি রাখছেন না আয়োজকরা। বলি খেলাকে ঘিরে আয়োজিত মেলায় এখন থেকেই পসরা সাজানোর প্রস্তুতি নিচ্ছেন দোকানিরা। পিঠাপুলিসহ নানা বাঁশ–বেতের শৈল্পিক ব্যবহার্য অনেক উপকরণ পাওয়া যায় এই মেলায়। অতিত অভিজ্ঞতা থেকে অর্ধ লক্ষাধিক লোক সমাগমের আশা করছেন আয়োজকরা। নিরাপত্তায় গ্রাম পুলিশের পাশাপাশি পুলিশের বিশেষ নিরাপত্তা বলয় থাকছে বলে জানান সংশ্লিষ্টরা।