রাঙ্গুনিয়ায় একাধিক অস্ত্র, বিস্ফোরকসহ অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় একাধিক অস্ত্র, বিস্ফোরক ও কার্তুজসহ ডাকাতি এবং অপহরণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা মৌলানা গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামির কাছ থেকে প্লাস্টিকের বস্তাভর্তি দুটি একনলা বন্দুক, ১৫টি লিডবল তাজা কার্তুজ, ১৬টি কার্তুজের খোসা, ২৩টি দেশীয় তৈরী ছোটবড় পটকা, ৩টি কিরিচ, ২টি ছুরি, ৬টি ধামা, ৪টি দা, ৫টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামির নাম শফিউল আলম প্রকাশ শফি (৩৬)। তিনি উপজেলার পশ্চিম সরফভাটা মৌলানা গ্রামের বদিউল আলম চেয়ারম্যান বাড়ির মৃত নাজের প্রকাশ কালাবালির ছেলে। তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম।

ওসি জানান, গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালানো হয়। অভিযানে একাধিক অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার হয় শীর্ষ সন্ত্রাসী শফি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফি স্বীকার করেছে যে, সড়কে নাশকতা ও ত্রাস সৃষ্টি করার জন্য এসব অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য মজুদ রেখেছিল। তার বিরুদ্ধে ইতিপূর্বেও ডাকাতি ও ডাকাতিসহ অপহরণের দুটি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতিন বছর না পেরুতেই টানেলে ছিদ্র, পড়ছে পানি
পরবর্তী নিবন্ধবিএনপি নেতার বাড়িতে চুরি, ২০ দিন পর ভাড়াটিয়া গ্রেপ্তার