রাঙ্গুনিয়ায় একদিনের ব্যবধানে করোনায় আরও একজনের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৮:৩৩ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে আরো একজন মারা গেছেন। তার নাম আবদুল মোনাফ (৭৫)। তার বাড়ি দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইরহাট এলাকায়।
আজ বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গত মঙ্গলবার (২৯ জুন) রাতে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের নুর আয়শা বেগম (৫০) উপজেলার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
করোনায় উপজেলায় মোট মৃত্যু হয়েছে ১৪ জনের।
সর্বশেষ আজ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত রাঙ্গুনিয়ায় ৪৯ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়।
এই নিয়ে উপজেলায় করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭৬ জনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা বিষয়ক ফোকাল পারসন ও চিকিৎসা কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (৩০ জুন) আবদুল মোনাফের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। ওই দিন দুপুরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মারা যান তিনি।
উপজেলায় করোনা রোগী ও মৃত্যুর হার উর্ধ্বমুখী বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
রাঙ্গুনিয়ায় এই পর্যন্ত করোনা পরীক্ষার জন্য ২ হাজার ৭৪৯টি নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হয়। এগুলোর মধ্যে ফলাফল পাওয়া গেছে ২ হাজার ৭১০টির। তাদের মধ্যে পজিটিভ শনাক্ত হয়েছেন ৫৭৬ জন। সুস্থ হয়েছেন ৪৫৪ জন। বাড়িতে আইসোলেশনে আছেন ১০৭ জন। হোম কোয়ারেন্টিনে আছেন ১০৩ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ২ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, “করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে কঠোর বিধিনিষেধ মানতে হবে। অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর উত্তর জলদীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
পরবর্তী নিবন্ধঅবৈধ মোবাইল ফোন ব্যবহারকারীকে দেয়া হবে ৩ মাস সময়