রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নে আয়োজিত উন্মুক্ত থ্রি-ফোর বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত রোববার চন্দ্রঘোনা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় চন্দ্রঘোনা সকার ক্লাব ৪-০ গোলের ব্যবধানে খন্দকাটা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আবদুল কাদের। উদ্বোধক ছিলেন চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইদ্রিচ আজগর। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সদস্য আবুল কালাম আজাদ, শেখর বিশ্বাস, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, পৌরসভা কৃষক লীগের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা দেওয়া হয়। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি তুলে দেওয়া হয়। টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করে।