রাঙ্গুনিয়ায় ইসলামী স্টার ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার লালানগরে ইসলামী স্টার ক্লাবের উদ্যোগে ও চার্টার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড মীর রনি এজেন্সির সার্বিক সহযোগিতায় দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন হয় এবং একই দিন রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়। ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ডেঞ্জার বয়েজ। তাদের প্রতিপক্ষ ছিল ছালেকুর রহমান শাহ ক্রিকেট ক্লাব।

পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু তালেব মেম্বার। এতে প্রধান অতিথি ছিলেন চার্টার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড রাঙ্গুনিয়া সেলস১ এর এএসএম মীর জুবাইদুল ইসলাম রনি। মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মাসুদ, ক্রীড়ানুরাগী মীর লোকমান হাকীম, ইউপি সদস্য মো. আমির হোসেন সুমন, ইদ্রিস চৌধুরী, কামাল উদ্দিন, নুরুল আবচার, জাহেদুল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমোহামেডান ব্লুজের সভাপতি নির্বাচিত আবদুল বারেক
পরবর্তী নিবন্ধবাঁশখালী ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন