রাঙ্গুনিয়ায় আমিরিয়া পাড়া জুনিয়র কিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৯:১৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের আমিরিয়া পাড়া জুনিয়র কিং ক্লাব আয়োজিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আমিরিয়া পাড়া মেলবোর্ন মাঠে গত শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জিয়ামঞ্চের সহ সভাপতি এবং বৃহত্তর চট্টগ্রাম জেলা বিএনপির দাম্মাম ওমানের সভাপতি আলহাজ্ব বখতিয়ার উদ্দিন। উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকবর আলী। আমেরিয়া পাড়া জামে মসজিদ ও ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইসমাইল কন্ট্রাক্টরের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন মসজিদের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন, মোহাম্মদ আকবর হোসেন, ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ শাহ প্রমুখ। ফাইনাল খেলায় বাংলা টাইগার ও বাংলা এভেইনজার দল অংশগ্রহণ করে। দুইদলের চমৎকার ক্রীড়া নৈপুণ্য আর উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠে পুরো এলাকা। খেলায় বাংলা এভেইনজার ১০ গোলে বাংলা টাইগারকে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফিসহ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপুঁইছড়ি ও বৈঁলছড়ি ইউনিয়ন একাদশ ফাইনালে
পরবর্তী নিবন্ধটপ এন্ড টি-টোয়েন্টিতে দ্বিতীয় হার বাংলাদেশ ‘এ’ দলের